Breaking News

নয়াপল্টনে বিএনপি-পুলিশ তুমুল সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন, বুধবার সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। দুপুরে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ এসময় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে উঠে।
এদিকে, এ সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মী ও পুলিশও রয়েছেন।
বিকেল সোয়া ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

20 comments

  1. শেমলি বাংলাদেশ

    ধরা হোক

  2. শেমলি বাংলাদেশ

    ধরা হোক

  3. Where indepandant Bangladesh.police no good.why saport one party mantion.police need silant no any party saport.

  4. Where indepandant Bangladesh.police no good.why saport one party mantion.police need silant no any party saport.

  5. আমি বিরোধী দলের সকল নেতা করমি এবং জনগণকে আহবান জানাই সবাই যার যা আছে তা নিয়ে সমাবেশে আসেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। হাসিনার পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

  6. আমি বিরোধী দলের সকল নেতা করমি এবং জনগণকে আহবান জানাই সবাই যার যা আছে তা নিয়ে সমাবেশে আসেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। হাসিনার পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

  7. ইন্নালিল্লাহ

  8. ইন্নালিল্লাহ

  9. Polisher sar kenar brekit deya palaw

  10. Polisher sar kenar brekit deya palaw

  11. Hafez Anwar Hossain

    স্বৈরাচার সরকারের খেলাই হচ্ছে এগুলো হামলা মামলা ও গ্রেফতার

  12. Hafez Anwar Hossain

    স্বৈরাচার সরকারের খেলাই হচ্ছে এগুলো হামলা মামলা ও গ্রেফতার

  13. সরকার লেলিয়ে দিয়েছে পুলিশ লীগকে।

  14. সরকার লেলিয়ে দিয়েছে পুলিশ লীগকে।

  15. স্বৈরাচার সরকারের খেলাই হচ্ছে এগুলো গোলামদের দিয়ে হামলা মামলা ও গ্রেফতার তাই এই গুন্ডা পুলিশের আক্রমণে তাদের কটিন জবাব দিতে হবে পিটিয়ে হসপিটাল এ পাটানো হক🤬😠🤬

  16. স্বৈরাচার সরকারের খেলাই হচ্ছে এগুলো গোলামদের দিয়ে হামলা মামলা ও গ্রেফতার তাই এই গুন্ডা পুলিশের আক্রমণে তাদের কটিন জবাব দিতে হবে পিটিয়ে হসপিটাল এ পাটানো হক🤬😠🤬

  17. আল্লাহ জালিমের জুলুম থেকে হিফাজত করুন

  18. আল্লাহ জালিমের জুলুম থেকে হিফাজত করুন

  19. Kamal Uddin Headmaster

    ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধের মাধ্যমে পুলিশের বর্বরোচিত তৎপরতা রুখে দেয়া ছাড়া জনগণের কাছে বিকল্প কিছুই নেই।

  20. Kamal Uddin Headmaster

    ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধের মাধ্যমে পুলিশের বর্বরোচিত তৎপরতা রুখে দেয়া ছাড়া জনগণের কাছে বিকল্প কিছুই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *