Breaking News

ছাত্রলীগের সম্মেলন: বন্ধ থাকবে যেসব সড়ক

বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম সম্মেলন মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তাই এ সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার রাস্তা বন্ধ রাখার পাশাপাশি রোড ডাইভারশন দেওয়া হবে।

সম্মেলন উপলক্ষে ভিন্ন রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-রমনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে যানজট পরিহারের জন্য রাজধানীর কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

এক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় চলাচলে নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

24 comments

  1. বিএনপির বেলায় “সড়ক বন্ধ করা যাবেনা” আর ছাত্রলীগের বেলায় কোন কোন সড়ক বন্ধ থাকবে এমন ফরওয়ানা”।

  2. বিএনপির বেলায় “সড়ক বন্ধ করা যাবেনা” আর ছাত্রলীগের বেলায় কোন কোন সড়ক বন্ধ থাকবে এমন ফরওয়ানা”।

  3. Muhibur Rahman Liton

    এক দেশে দুই আইন

  4. Muhibur Rahman Liton

    এক দেশে দুই আইন

  5. Md. Rudro Nir Suhag

    কুক্তালীগ ত তাই রাস্তা ঘাঠে মানুষকে চলতে দেওয়া হবে না যদি কামড় মারে

  6. Md. Rudro Nir Suhag

    কুক্তালীগ ত তাই রাস্তা ঘাঠে মানুষকে চলতে দেওয়া হবে না যদি কামড় মারে

  7. রাস্তায় জনসভা করা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয় : তথ্যমন্ত্রী, কিন্তু রাস্তা বন্ব করে করা যাবে,,

  8. রাস্তায় জনসভা করা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয় : তথ্যমন্ত্রী, কিন্তু রাস্তা বন্ব করে করা যাবে,,

  9. Mohammed Nuzrul Islam

    এখন সড়ক বন্ধ করে কোন আইনে ? এখন জনগণের ভোগান্তি হবে না? অবৈধ সরকার অবৈধ আইন

  10. Mohammed Nuzrul Islam

    এখন সড়ক বন্ধ করে কোন আইনে ? এখন জনগণের ভোগান্তি হবে না? অবৈধ সরকার অবৈধ আইন

  11. Mohammad Abdul Awal

    এখন সড়ক বন্ধ করা জায়েজ আছে

  12. Mohammad Abdul Awal

    এখন সড়ক বন্ধ করা জায়েজ আছে

  13. Toraf Hossain Nikel

    আওয়ামী লীগের বেলায় জায়েজ, বিএনপির বেলায় না জায়েজ,

  14. Toraf Hossain Nikel

    আওয়ামী লীগের বেলায় জায়েজ, বিএনপির বেলায় না জায়েজ,

  15. এতে জনো দুরভোগ হবেনা কারন আওমিলিগ।

  16. এতে জনো দুরভোগ হবেনা কারন আওমিলিগ।

  17. পুলিশ এর আইজি কোথায় রাস্তা বন্ধ করে সমাবেশ করা যায় না৷৷৷৷৷৷৷৷ এখন দাদাদের কি করবে৷ আইন শুধু বি এন পির জন্য

  18. পুলিশ এর আইজি কোথায় রাস্তা বন্ধ করে সমাবেশ করা যায় না৷৷৷৷৷৷৷৷ এখন দাদাদের কি করবে৷ আইন শুধু বি এন পির জন্য

  19. কিরে ডিএমপি চোরেরা এখন রাস্তা বন্ধ কেন ?

  20. কিরে ডিএমপি চোরেরা এখন রাস্তা বন্ধ কেন ?

  21. Tariqul Islam Sakib

    একই দেশে দুই রকম আচারন।

  22. Tariqul Islam Sakib

    একই দেশে দুই রকম আচারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *