Breaking News

বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে। বিএনপি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে তাদেরকে আর ছাড় দেয়া হবে না।

সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রহসনের নির্বাচন দেশের ইতিহাসে আছে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে থাকতে দেয়া হয়নি।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র বিকাশে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর গণতন্ত্রের জন্য তিনি লড়াই শুরু করেন। সারা দেশ ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের মূল্যবোধের পক্ষে, স্বাধীনতার আদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তিনি ক্যাম্পিং করেন। জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না সেটা আমরা আজও জানি না। হোসেন সোহরাওয়ার্দী গণতন্ত্রের মানসপুত্র। গণতন্ত্রই তার জীবনের মূল ভিত্তি।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনিবাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, আজিজুস সামাদ আজাদ ও সৈয়দ আবদুল আউয়াল শামীম।

50 comments

  1. Sorkar atonke ache

  2. Sorkar atonke ache

  3. মানুষ আতঙ্ক না,, আওয়ামীলীগ আতঙ্ক

  4. মানুষ আতঙ্ক না,, আওয়ামীলীগ আতঙ্ক

  5. আপনার মনে হয় ঘুম হচ্ছেনা?😃😃

  6. আপনার মনে হয় ঘুম হচ্ছেনা?😃😃

  7. বি এন পির সমাবেশ নিয়ে মানুষ আতংকে নয়৷ আতংকে আওয়ামিলীগ

  8. বি এন পির সমাবেশ নিয়ে মানুষ আতংকে নয়৷ আতংকে আওয়ামিলীগ

  9. মানুষ আতংকিত দেশের সার্বিক পরিস্হিতি নিয়ে,এর নিরশন চায় জনতা

  10. মানুষ আতংকিত দেশের সার্বিক পরিস্হিতি নিয়ে,এর নিরশন চায় জনতা

  11. Majharul Islam Bhuiyan

    কপাল ভালো আপনি মানুষের কাতারে পরেন না। না হলে আপনি ও আতঙ্কে থাকতেন…😁😁😁😁😬😬😬

  12. Majharul Islam Bhuiyan

    কপাল ভালো আপনি মানুষের কাতারে পরেন না। না হলে আপনি ও আতঙ্কে থাকতেন…😁😁😁😁😬😬😬

  13. Harun Rashid Selimselim

    মানুষ না আওয়ামী লীগ আতংকে আছে

  14. Harun Rashid Selimselim

    মানুষ না আওয়ামী লীগ আতংকে আছে

  15. আমাদের মনে হয় আওয়ামী লীগ আতংকে আছে সাধারণ মানুষ আতংকে নাই

  16. আমাদের মনে হয় আওয়ামী লীগ আতংকে আছে সাধারণ মানুষ আতংকে নাই

  17. Bhi manus atonkay nai, atonkay achay Awamilig.

  18. Bhi manus atonkay nai, atonkay achay Awamilig.

  19. Shahadat Hossain Sobuj

    আম সাধারণ জনতা উৎসব মুখ খরচে আতঙ্কে আছে আওয়ামী লীগ

  20. Shahadat Hossain Sobuj

    আম সাধারণ জনতা উৎসব মুখ খরচে আতঙ্কে আছে আওয়ামী লীগ

  21. কাজী সাহাদাত হোসেন অন্তর

    সরি,
    ওবায়দুল কাকু!!
    মানুষ না, অনলি আওয়ামীলীগ।

  22. কাজী সাহাদাত হোসেন অন্তর

    সরি,
    ওবায়দুল কাকু!!
    মানুষ না, অনলি আওয়ামীলীগ।

  23. মানুষ আতঙ্কে নেই আতঙ্কে আওয়ামীলীগ।

  24. মানুষ আতঙ্কে নেই আতঙ্কে আওয়ামীলীগ।

  25. আওয়ামীলিগ আতংকে।

  26. আওয়ামীলিগ আতংকে।

  27. Shohidul Islam Ripon

    আমার মনে হচ্ছে আওয়ামিলীগ আতংকে আছে

  28. Shohidul Islam Ripon

    আমার মনে হচ্ছে আওয়ামিলীগ আতংকে আছে

  29. মোঃ শেখ জাহিদুল

    বিএনপি উৎসব মূখর সমাবেশ করবে আর কাউয়ারা কা কা করবে ।

  30. মোঃ শেখ জাহিদুল

    বিএনপি উৎসব মূখর সমাবেশ করবে আর কাউয়ারা কা কা করবে ।

  31. মানুষ আতংকে নয়, ওবায়দুল কাদের লীগ আতংকে আছে।

  32. মানুষ আতংকে নয়, ওবায়দুল কাদের লীগ আতংকে আছে।

  33. আপনার মনে হয় আতঙ্ক লাগছে। যে অন্যায় করেছেন তাতে আতঙ্ক হওয়ারইকথা।

  34. আপনার মনে হয় আতঙ্ক লাগছে। যে অন্যায় করেছেন তাতে আতঙ্ক হওয়ারইকথা।

  35. নেতা লাগবেনা,পাবলিকই নেতৃত্ব দিবে।যত পারেন গ্রেপ্তার করেন।সরকারকে ঘৃনা করি।মানবতাবিরোধী সরকার।

  36. নেতা লাগবেনা,পাবলিকই নেতৃত্ব দিবে।যত পারেন গ্রেপ্তার করেন।সরকারকে ঘৃনা করি।মানবতাবিরোধী সরকার।

  37. মানুষ আতঙ্কে নেই। যারা জনগণের ভোট ডাকাতি করেছে। তারা আতঙ্কে আছে।

  38. মানুষ আতঙ্কে নেই। যারা জনগণের ভোট ডাকাতি করেছে। তারা আতঙ্কে আছে।

  39. ১০ ই ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে দেশে ঈদের আনন্দ চলছে সবাই মুখে একই কথা স শেখ হাসিনার পতন সে বার্তা আওয়ামিলীগের কানে পৌঁছে গেছে তাই আওয়ামিলীগ ভয় পাচ্ছে

  40. ১০ ই ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে দেশে ঈদের আনন্দ চলছে সবাই মুখে একই কথা স শেখ হাসিনার পতন সে বার্তা আওয়ামিলীগের কানে পৌঁছে গেছে তাই আওয়ামিলীগ ভয় পাচ্ছে

  41. নিজেদের কথা মানুষের উপর না চাপানোই ভালো মানুষের কাজ ।।

  42. নিজেদের কথা মানুষের উপর না চাপানোই ভালো মানুষের কাজ ।।

  43. বিনা ভোটের এমপি মুনতি হাসিবুবু আতংকে আছে। কারন চোরের মন পুলিস পুলিশ।

  44. বিনা ভোটের এমপি মুনতি হাসিবুবু আতংকে আছে। কারন চোরের মন পুলিস পুলিশ।

  45. Kamal Uddin Headmaster

    সমাবেশ নিয়ে মানুষ আনন্দে আছে, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার এবং পুলিশ লীগ নিয়ে মানুষ আতঙ্কে আছে।

  46. Kamal Uddin Headmaster

    সমাবেশ নিয়ে মানুষ আনন্দে আছে, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার এবং পুলিশ লীগ নিয়ে মানুষ আতঙ্কে আছে।

  47. মানুষ বিএনপির সমাবেশ নিয়ে অনেক খুশি আছে ।
    আতংকে আছে শুধু আমাদের বাংলাদেশে আপনাদের মতো ভোট চুর গুলো ।
    কাকু আর বেশি বাকি নাই টাইম আসছে বোরকা লাগানোর সময় ভোট চুর দের

  48. মানুষ বিএনপির সমাবেশ নিয়ে অনেক খুশি আছে ।
    আতংকে আছে শুধু আমাদের বাংলাদেশে আপনাদের মতো ভোট চুর গুলো ।
    কাকু আর বেশি বাকি নাই টাইম আসছে বোরকা লাগানোর সময় ভোট চুর দের

  49. মানুষ আতংকে নেই সুধু তোমরা আতংকে আছো কাকু

  50. মানুষ আতংকে নেই সুধু তোমরা আতংকে আছো কাকু