Breaking News

‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না’

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ফারুক হোসেন।

রোববার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। গতকাল পল্টনে ককটেল বিস্ফোরণে ১৫ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সেখানেই তাদের সমাবেশ করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে চেক পোস্ট বসানোটাও পুলিশের নিয়মিত পদক্ষেপ বলে এ সময় উল্লেখ করেন ফারুক হোসেন। পুলিশ সদরের নির্দেশে ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান চলছে। গত চার দিনে ঢাকায় শতাধিক জনকে গ্রেফতার করেছে বলেও জানান ডিএমপির এ উপ-কমিশনার।

 

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *