Breaking News

যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ফেসবুকে, শোকজ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক যুবলীগ নেতার মাদক সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করতে দেখা যায় ওই যুবলীগ নেতাকে। এ ঘটনায় তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর ছবিটি ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে।ওই যুবলীগ নেতার নাম জিয়া তালুকদার। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলাম সই করা এক নোটিশে ওই নেতাকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, খাটের ওপরে বসে অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করছেন যুবলীগ নেতা জিয়া তালুকদার। অন্য সহযোগী স্মার্টফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাকে সহযোগিতা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সহযোগিতাকারী ব্যক্তির নাম জুয়েল শেখ। তিনি গান্ধাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মাদক সেবনের বিষয় জানতে যুবলীগ নেতা জিয়া তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার জাগো নিউজকে বলেন, ফেসবুকে মাদক সেবনের ছবিটি ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

Check Also

শাকিব খান বুবলীর প্রথম স্বামী নন!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *