সাতক্ষীরার দেবহাটায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইমান আলী নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইমান আলী (৬০) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, ইমান আলীর নিজস্ব ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। তিনি শ্রমিকদের কাজ তদারকি করছিলেন। এ সময় অসাবধানতাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পথে তিনি মারা যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ্ জানান, এটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করা হবে।