Breaking News

জেলখানায় স্ত্রীকে হেরোইন দিতে এসে আটক স্বামী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে পাঁচ পুরিয়া হেরোইনসহ আমিনুল খন্দকার (৩৫) নামের এক দর্শনার্থীকে আটক করেছে পুলিশ। আমিনুল তার কারাবন্দি স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন বলে জানা গেছে।

কারা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দিয়ে যাচ্ছিলেন আমিনুল। এ সময় সেখানে দায়িত্বরত কারারক্ষী মো. সোহানুর রহমান ও কারারক্ষী সেলিম হোসেন আমিনুলের দেহ তল্লাশি করেন। এ সময় আমিনুলের পকেট থেকে ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করেন দুই কারারক্ষী। পরে তাকে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিএমপি কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, কারারক্ষীদের মাধ্যমে খবর পেয়ে ওই দর্শনার্থীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি আসামি তার স্ত্রী শম্পা পারভীনের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। কাগজসহ উদ্ধারকৃত হিরোইনের ওজন ৭০গ্রাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *