বিস্ফোরণে কাঁপলো তুরস্কার রাজধানী ইস্তানবুল। এই ঘটনায় এখনো পর্যন্ত ১১ জন আহত হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) শহরের একটি ব্যস্ততম রাস্তায় বিস্ফোরণ ঘটেছে। কী কারণে বিস্ফোরণ, জানা যায়নি।
আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে বহু স্থানীয় মানুষ ও পর্যটকের সমাগম ছিলো। রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দোকান ছিলো।
বিস্ফোরণের সময় ওই এলাকায় ভিড় ছিলো বলে জানানো হয় প্রতিবেদনে।
পূর্বপশ্চিমবিডি/এসএম