নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছে এক স্কুলছাত্র।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকশব্দল এলাকার মাঠের বাগানে বিষধর এ সাপটি ধরা পড়ে।
জানা গেছে, শনিবার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান সীমান্ত এলাকায় ঘুকসী নদিতে মাছ ধরতে যায়। এ সময় নদীর পাশে একটি বাগানে সাপটিকে দেখতে পান তিনি। পরে কৌশলে সাকিব সাপটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন। এ সময় খবর ছড়িয়ে পড়লে, সাপটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ধামইরহাট বনবিট কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, এটি খুবই বিষধর একটি সাপ। পাশের ভারত থেকে সাপটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।