ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন, ‘আমরা যাঁরা শান্তিতে বিশ্বাস করি, শেখ হাসিনার সৈনিক, আপনাদের এই মিছিল-সমাবেশ আমরা বাধাগ্রস্ত করছি না। তবে কোনো নৈরাজ্য করার পাঁয়তারা করবেন না। যদি কোনো রকম কিছু করেন, আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা ও তার সহযোগী সংগঠনের কর্মীরা ফরিদপুরের আনাচকানাচে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এ জন্য ১২ নভেম্বর সকাল থেকে শেখ রাসেল স্কয়ারে সতর্ক অবস্থায় থাকব আমরা।’
আগামীকাল ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। শেখ রাসেল স্কয়ার ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত। আজ বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শেখ রাসেল স্কয়ার থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আলীপুরের মোড় হয়ে মুজিব সড়ক, জনতা ব্যাংকের মোড়, ফরিদপুর জেনারেল হাসপাতাল, ব্রহ্মসমাজ সড়ক ধরে সিভিল সার্জনের কার্যালয়ে যায়। পরে সেখানে বক্তব্য দেন শামীম হক।
ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগের দিন জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ শুক্রবার বিকালে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কে
ফরিদপুরে বিএনপির গণসমাবেশের আগের দিন জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ শুক্রবার বিকালে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কেছবি: প্রথম আলো
বিএনপির গণসমাবেশের আগের দিন জেলা আওয়ামী লীগ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে শামীম হক বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের সমাবেশকে সফল করতে সহযোগিতা করছি।’ বিএনপির গণসমাবেশে আগত ব্যক্তিদের ‘অতিথি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আপনারা অতিথি, আপনারা আসেন, মিছিল করেন, মিটিং করেন। কিন্তু কোনো নৈরাজ্য করার চেষ্টা করবেন না।’ জেলা বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যা–ই হোক, আপনারা আমার ভাই, আমার বন্ধু, আমরা এই শহরেই থাকি, আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই। কিন্তু বিভিন্ন জেলা থেকে কিছু লোক এনে কোনো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেবেন না। আমরা একসঙ্গে আছি এবং একসঙ্গে থাকতে চাই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামীকাল সকালে রাসেল স্কয়ারে আমরা সমবেত থাকব। আপনারা সবাই আসবেন। যদি তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমরা রাসেল স্কয়ার থেকে তাদের প্রতিরোধ করার চেষ্টা করব।’
মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক। এ সময় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস তাঁর বক্তব্যে বলেন, আগামীকাল শনিবার সকাল থেকে বিএনপি যদি সন্ত্রাস-নৈরাজ্য করার চেষ্টা করে, তার জবাব দেওয়ার জন্য দলীয় (আওয়ামী লীগের) নেতা-কর্মীরা সজাগ থাকবেন।