রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে যুবলীগের মহাসমাবেশ দুপুর আড়াইটায় শুরুর কথা থাকলেও বেলা গড়ানোর আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসছেন।
রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, পোস্টার আর যুবলীগ নেতাকর্মীদের পরনে থাকা রঙিন পোশাক-টুপিতে সেখানে তৈরি হয়েছে উৎসবের আমেজ। ঢাকাঢোল, ব্যান্ডপার্টি, সাউন্ড বক্সসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তারা সমাবেশে আসছেন।