Breaking News

মানুষ পুড়িয়ে হত্যা করে খালেদা কীভাবে গণতন্ত্রের মা হয়, প্রশ্ন হানিফের

শেখ হাসিনার মতো মানবতাবাদী নেত্রী বিশ্বে বিরল মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মির্জা ফখরুলরা বলে গণতন্ত্রের মা। অথচ এ খালেদার নেতৃত্বে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। মানুষকে পুড়িয়ে হত্যা করে গণতন্ত্রের মা হয় কীভাবে বোঝা মুশকিল।
মানুষ পুড়িয়ে হত্যা করে খালেদা কীভাবে গণতন্ত্রের মা হয়, প্রশ্ন হানিফের
সুজাউদ্দিন রুবেল

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, ২০১৫ সালের ৯৩ দিনের কথিত হরতালে মানুষ তা না মেনে বয়কট করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে ছিল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিতে সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এর জন্য কক্সবাজারের প্রতিটি পরিবারের আওয়ামী লীগের আমন্ত্রণ পত্রে পৌঁছাতে হবে। যার দায়িত্ব পালন করবেন ওয়ার্ডে পর্যায়ের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জাফর আলম ও কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।

সভায় আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর সফল করতে নানা নির্দেশনা দেয়া হয়।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *