পরিবহন ধর্মঘটের কোনো দাবি না মানা হলেও বরিশালে বাস, থ্রি হুইলার ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিএনপির গণসমাবেশ শেষ হতেই একে একে সব কিছু স্বাভাবিক হওয়ার ঘোষণা আসে।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, ‘নদীবন্দর থেকে ঢাকাগামী ৩টি লঞ্চ চলাচল করবে বলে মালিকপক্ষ জানিয়েছে। এ ছাড়া অন্যান্য সব রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।’
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
বরিশাল বাস মালিক গ্রুপের সম্পাদক কিশোর কুমার দে বলেন, ‘আমরা আগেই ২ দিনের ধর্মঘটের স্মারকলিপি দিয়ে জানিয়েছিলাম, আজ থেকে স্বাভাবিকভাবে গাড়ি চলবে।’
সাকুরা পরিবহনের স্টাফ জিহাদ জানান, সন্ধ্যা থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিকেল থেকে নগরজুড়ে থ্রি হুইলার চলাচল করছে। এছাড়া সন্ধ্যা থেকে খেয়া চলাচলও শুরু হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির গণসমাবেশে বলেন, ‘আপনার নির্বিঘ্নে বাড়িতে যান। সবকিছু স্বাভাবিকভাবে চলাচলের খবর এসেছে।’