Breaking News

ওমরা হজে যাওয়ার সময় ইয়াবাসহ বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান আটক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় আব্দুর রাজ্জাক মিলন নামে এক ইউপি চেয়ারম্যানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) তাকে ইয়াবাসহ আটক করেন।

আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিমানবন্দর পুলিশ সূত্র ও গোয়েন্দা সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন শনিবার ৫ নভেম্বর সন্ধ্যায় ওমরাহ হহজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা যাওয়ার আগে সৈয়দপুর বিমান বন্দরের চেকিং পয়েন্টে এভিয়েশন সিকিউরিটি তার প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *