Breaking News

গণসমাবেশে যাওয়ার পথে সাবেক এমপির ওপর হামলার অভিযোগ

বরিশালে বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খান। তিনি মোটরসাইকেল বহর নিয়ে পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত শাজাহান খানের ছেলে ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, সন্ধ্যা ৭টার দিকে তার বাবা কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গাবুয়া এলাকায় পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শাহজাহান খান ছাড়াও তাকে বহনকারী মোটরসাইকেলের চালক সাইদুল আহত হয়।

এসময় ইসাহাক ও শাহ আলম নামে আরও দুজন কর্মী আহত হয় বলেও জানান শাজাহান খানের ছেলে। তিনি আরও জানান, এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান জানান, বিএনপির কোনো ঘটনার সঙ্গে আওয়ামী লীগ সম্পৃক্ত নয়। এসব বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হচ্ছে। বিএনপির সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং পিনু-কুট্টির আধিপত্য বিস্তারের জেরে এসব ঘটনা ঘটছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু হামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আর বিএনপির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *