Breaking News

অর্ধেক মাঠ খালি রাখার শর্তে বরিশালে বিএনপিকে সমাবেশের অনুমতি

বরিশালের বেলস পার্ক খ্যাত বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। তবে জেলা প্রশাসন অনুমতি দিলেও মাঠের অর্ধেক খালি রেখে সমাবেশ করতে বলা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এনডিসি মুশফিকুর রহমান জেলা প্রশাসকের হয়ে এই নির্দেশনা দেন।
বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবীর জানান, ‌‘সভার জন্য এই মাঠেই লিখিত অনুমতি চেয়েছিলাম। এনডিসি মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।’

এদিকে সমাবেশের অনুমতির খবরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মাঠ পরিদর্শন করেন এবং নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

মহাসমাবেশ ঘিরে ব্যানার ও বিলবোর্ড লাগানোর জন্য নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে লিফলেট বিতরণ শুরু করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানান, আমরা সরকারের পতন আন্দোলনে নেমেছি। মুক্তিযুদ্ধের সময়ে মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা রোধ করতে পারবে না।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *