Breaking News

স্কুলপড়ুয়া শিক্ষার্থীর ব্যাগে একাধিক কনডম, ডাকা হলো অভিভাবককে

স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরছিলো পাঁচ কিশোর। স্কুল ড্রেস না থাকলেও কাঁধে ব্যাগ থাকায় সন্দেহবশত তাদের আটক করেন ম্যাজিস্ট্রেট। তল্লাশী চালান ব্যাগে। পাওয়া যায় স্কুল ড্রেস ও কনডম। তারা সবাই ৮ম শ্রেণির ছাত্র। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (১ নভম্বের) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পাঁচ কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ কিশোরের ব্যাগ তল্লাশি করলে তাদের ব্যাগে পাওয়া যায় স্কুলড্রেস। পার্কে স্কুলড্রেস পরে ঢোকা নিষেধ, সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালে ছাত্র-ছাত্রী পার্কে আসতে পারবে না। আটক কিশোরদের সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এর মধ্যে একটি ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। লশিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *