কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়াজের মঞ্চে এক মাওলানার বক্তব্যের সমালোচনা করায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে জুতা নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গচিহাটা কলেজ মাঠে স্থানীয় ইমাম ও ওলামাদের আয়োজনে শনিবার সন্ধ্যায় ওয়াজ মাহফিলের আয়োজন হয়। সেখানে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন জামেয়া শরিফিয়া আরাবি য়ামুফতি আরিফ বিন হাবিব। আরিফ বিন হাবিব তার ওয়াজে সমসাময়িক কিছু ইসলামিক ইবাদত নিয়ে ওয়াজ করেন
তিনি সেখানে বলেন, আমরা যা পালন করি অনেক বিষয়ই কুরআন ও হাদীসে নেই। তাই সহীহভাবে ইসলাম পালন করতে হবে। তার বক্তব্যের পরেই ওয়াজের মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন। তিনি তার বক্তব্যে বলেন, হুজুর যা বলছেন তা অনেকটাই ভুল। সেই বক্তব্য নিয়েই সমস্যা সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা জুতা নিক্ষেপ করে। পরে আয়োজক কমিটি তাকে মঞ্চ থেকে নামিয়ে নেন। ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।
ওয়াজ মাহফিলে উপস্থিত পার্শ্ববর্তী উপজেলা বাজিতপুরের যুবক রফিক বিন সুজন তার ফেসবুক আইডিতে এমন ভিডিওটি পোস্ট করতে তা মূহুর্তেই ছড়িয়ে পড়ে। তিনি জানান, মাওলানা সাহেবের ওয়াজে ভুল ধরাকে কেন্দ্র করে সাবেক এমপিকে উত্তেজিত মুসল্লীরা জুতা নিক্ষেপ করে। সেই ভিডিওটি আমি নিজে ধারণ করেছি ও আমার ফেসবুকে আইডিতে পোস্ট করেছি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।
এবিষয়ে সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন বলেন, বিষয়টি এমন নয়। দুই মাওলানার ওয়াজ নিয়ে ঝামেলার সৃষ্টি হলে আমি মাইক নিয়ে উত্তেজিত মুসল্লীদের শান্ত করার চেষ্টা করতে গেলে মুসল্লীরা আরও উত্তেজিত হয়ে পড়ে। তবে জুতা নিক্ষেপের ঘটনাটি তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজর (অব.)আখতারুজ্জামান বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ১৯৯১ সালে পঞ্চম এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এ ছাড়া বিগত নির্বাচনসহ অন্য দুটি নির্বাচনে তিনি বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন।