Breaking News

আমার দলে কেউ খারাপ হলে তার সাজা হবে দ্বিগুণ: শামীম ওসমান

অপরাধের ক্ষেত্রে দল বলতে কিছু বুঝি না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, এসব প্রশ্নে আমি দল বলতে কিছু বুঝি না। আমার দলের যদি কেউ খারাপ লোক হয়, তাহলে তার সাজা হবে ডাবল। অন্য দলের হলে তার সাধারণ সাজা হবে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশং ২০২২ এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মাদকের সাথে সব সেক্টরের মানুষ জড়িত হয়ে গেছে বলে দাবি করেছেন সংসদ সদস্য। বলেন, মাদক নামের এই ক্রাইমের সাথে সব সেক্টরের মানুষ জড়িয়ে পড়েছে। মাদক যে খায় সে তো অসুস্থ। তাকে আমরা ঘৃণা করি না। তবে তার জন্য কষ্ট পাই। কিন্তু যে মাদক বিক্রি করে সে তো ইবলিশ।

শামীম ওসমান আরও বলেন, যে পরিবারে একজন মাদকসেবনকারী আছে, সে পরিবারে শান্তি বলে কিছু থাকে না। সেটি জাহান্নামে পরিণত হয়। আসুন আমরা এক হয়ে বলি, আগামী বছরের মধ্যে নারায়ণগঞ্জে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, ভূমিদস্যু থাকবে না।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *