জনসমাগম কাকে বলে, তা আগামীকাল শনিবার থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ শুক্রবার (২৮ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এ কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল শনিবার। সেখানে ব্যাপক জনসমাগম করতে চায় দলটি।
বিএনপির তিনটি সমাবেশ দেখে সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কাঁপাকাঁপির কী আছে? কোনো কোনো সমাবেশে ১০ লাখের টার্গেট করেও এক লাখ হয়নি, আবার কোথাও পাঁচ লাখ টার্গেট করে এক লাখের অর্ধেকও হয়নি। এটাই হলো বিএনপির সমাবেশের চেহারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থ পাচারের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতি, বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে।
নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দিলে নির্বাচন হবে না—বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কী, সেটার প্রমাণ তো আপনারা ক্ষমতায় থেকে বারবার দেখিয়েছেন।
এ দেশে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন রয়েছে, যার অধীন যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের।
রংপুরে পরিবহন ধর্মঘট বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরিবহনমালিক–শ্রমিক নির্দিষ্ট কোনো দলের নন, এখানে সব দলেরই লোক আছে। তাদের জিজ্ঞেস করুন, কেন ধর্মঘট করছেন?