Breaking News

চালককে মামা ডেকে ছিনতাইয়ের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা মসজিদপাড়া এলাকার মো. জাবেদ (২৬) ও কাউতলী এলাকার আনাস (১৯)। এ সময় আরেক ছিনতাইকারী পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসবায় মালামাল নামিয়ে পিকআপ ভ্যান নিয়ে ঢাকায় ফিরছিলেন চালক। এ সময় মোটরসাইকেল থেকে তিন ছিনতাইকারী চালককে মামা ডেকে দাঁড় করান। এক পর্যায়ে তারা ওই চালকের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দেয়। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ তাদেরকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *