২০২৩-২৫ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে ফের নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এ নিয়ে তিনি টানা দ্বিতীয় মেয়াদে আমির নির্বাচিত হলেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির একাধিক দায়িত্বশীল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘চলতি মাস অক্টোবরে জামায়াতের রোকনদের ভোট-গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। ভোট গণনা শুরু হয় ২৫ অক্টোবর। সর্বোচ্চ ভোটে জিতলেও কত ভোটে শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন তা জানা সম্ভব হয়নি।
আমিরের শপথগ্রহণের পর মজলিশে শুরার নির্বাচন হবে। নব গঠিত ওই মজলিশে শুরা দলটির সেক্রেটারি, নায়েবে আমিরসহ অন্যান্য পদে মনোনয়ন দেবে।