ভয়ংকর এক ইয়াবা কারবারির সন্ধান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যিনি নিজের হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে কৃত্রিম হাত সংযোজন করেছেন। সেই কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় বহন করতেন ইয়াবা।
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে এ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।বিষয়টি বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের ডিসি এইচএম আজিমুল হক।
তিনি জানিয়েছেন, এক ব্যক্তি তার নিজের হাতের কনুই কেটে তাতে কৃত্রিম হাত সংযোজন করেন। কৃত্রিম সংযোজিত হাতের ভেতরে তিনি ইয়াবা বহন করতেন। এভাবে কক্সবাজার থেকে দীর্ঘদিন থেকে ইয়াবা আসছিলেন। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।