খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ইচ্ছুক নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে হা’ম’লার ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতাকর্মীদের কমপক্ষে ৩০ জন আ’হত হয়েছেন। রূপসায় একজন গু’লিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
৯টি ট্রলারযোগে আসার পথে হা’ম’লায় বিএনপি ফুলতলা থা’না শাখার যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশারও আ’হত হয়েছেন।
বিএনপি নেতা আবুল বাশার দাবি করেন, বাস সিএনজি বন্ধ থাকায় বিএনপি নেতাকর্মীরা ফুলতলা হতে ৯টি ট্রলারযোগে ভৈরব নদ দিয়ে খুলনায় আসছিলেন। ৫ নম্বর ঘাট এলাকায় পৌঁছানোর আগে যুবলীগ নেতারা ট্রলার ঘিরে ধারালো অ’স্ত্র দিয়ে হা’ম’লা করে। হা’ম’লার শিকার অনেকেই আবার ফিরে যেতে বাধ্য হন। আ’হতদের মধ্যে ২০ জন ফুলতলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। অন্য ১০ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসা’পাতা’লে ভর্তি হয়েছেন।
ফুলতলা থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) ইলিয়াস তালুকদার ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ঘটনাটি তার থা’না এলাকায় নয় বলে তিনি দাবি করেছেন।
এদিকে রূপসায় যুবলীগের হা’ম’লায় মোস্তাফিজুর রহমান রাজু নামের এক বিএনপিকর্মী গু’লিবিদ্ধ হয়েছেন। মোস্তাফিজুর নিজেই কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।