Breaking News

‘আমি প্রফেসর শুধু কলেজের ভিতরে, বাহিরে আমি বড় মাস্তান’

বরিশালের মুলাদী উপজেলায় কলেজশিক্ষক এক বিএনপি নেতার বোমা মারার হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। ১১ সেকেন্ডের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কিন্তু এত প্রফেসর না। আমি প্রফেসর শুধু কলেজের ভিতরে, বাহিরে আমি বড় মাস্তান। আমার বয়স এখন ৬২, তাতে আমার কিছু যায় আসে না। আমি বোমা মারার লোক; আমি স্টেনগানও চালাইছি।’

মো. শরীয়তউল্লাহ নামের ওই নেতার ভিডিও দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলার রাজনৈতিক মহলে নানা নেতিবাচক আলোচনা চলছে।
তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুলাদী উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি বরিশাল নগরের মানিক মিয়া মহিলা কলেজের শিক্ষক।

এলাকাবাসী জানান, তিনি চার দলীয় জোট সরকারের সময় তাঁর ছাত্রজীবনের অনেক বন্ধু- ওসি, এসপি ও ডিআইজির নাম ভাঙিয়ে লোকজনের অনেক ক্ষতি করেছেন। জমি দখল, সালিশিতে জরিমানা, এমনকি চাঁদাবাজিরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

ভাইরাল হওয়া বক্তব্য সম্পর্কে জানতে শরীয়তউল্লাহর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। পরে ফোন বন্ধ করে দেন।

একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি রাজনীতি করি, তাই প্রতিপক্ষ এডিট করে এটা তৈরি করেছে।’

তবে পরে তিনি স্বীকার করেন, অনেক আগে মুলাদী দলীয় কার্যালয়ে বৈঠকে তিনি এসব কথা বলছিলেন। এখন ষড়যন্ত্র করে এটিকে চালানো হচ্ছে। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে তাঁরা তদন্ত করছেন।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *