Breaking News

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই।’প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নেট ওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়েছে।

আরো পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি দুটি নিয়ে আলোচনায় শেখ হাসিনা, সত্যতা প্রকাশ প্রেস সচিবের

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমনও কিছু ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা নিয়ে রীতিমতো সারা-দেশজুড়েই ব্যাপক হৈ চৈ পড়ে যায়। তবে এ সব ঘটনার কিছু থাকে সত্য আর থাকে উদ্দেশ্যপ্রণোদিত। আর এরই ধারাবাহিকতার মধ্যে দিয়ে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে।
উদ্দেশ্যমূলকভাবে তাকে নিয়ে নানা গুজব ছড়ানো হয়েছে। যার সবই পরে মিথ্যা প্রমাণিত হয়।

গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীকে জড়িয়ে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ ছবি দুটি শেয়ার করেছেন তাদের ফেসবুকে।
তবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, ছবি দুটি প্রধানমন্ত্রীর নয়। শনিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ওই দুটি ছবি পোস্ট করার সময় তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দুই মাননীয় প্রধানমন্ত্রীর নয়।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবি দুটি নিয়ে নানা কৌতুক বাসা বাধে সাধারণ মানুষের মনে। তবে অবশেষে সত্য জানার পর আলোচনা অনেকাংশে কমেছে।

Check Also

ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে হেনস্তা, প্রতিবাদে বিক্ষোভ

সম্প্রতি ইতালিতে হিজাব পড়ায় এক বাংলাদেশি নারীকে হেনস্তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মুসলিম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *