Breaking News

পাঠ্যবইয়ে ধর্ম ও নারী বিদ্বেষী কনটেন্ট থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন কনটেন্ট রাখা যাবে না। একইসঙ্গে পাঠ্যবইয়ে জেন্ডার সমতাও রক্ষা করতে হবে। লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের কনটেন্টে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধে ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। ছবির ক্ষেত্রেও ইনক্লুসিভ হতে হবে, যাতে বিতর্কের সৃষ্টি না হয়। যেসব ছবি দেওয়া খুব প্রয়োজন সেসব ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে পাঠ্যবই লেখক, এনসিটিবির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইভটিজিং প্রতিরোধে মেয়েদের ঘরে আটকে না রাখার আহ্বান: রাজধানীতে পৃথক এক অনুষ্ঠানে ইউটিজিং প্রতিরোধে মেয়েদের ঘরে আটকে না রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ইভটিজিং প্রতিরোধের উপায় কোনভাবেই মেয়েদের ঘরে আটকে রাখা নয়। ইভটিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া।মঙ্গলবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে ইউনিসেফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

দেশের শিক্ষা ব্যবস্থার পরির্বতনের নানা দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসুচির পরিবর্তন করা হচ্ছে, ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।

নতুন কারিকুলামের পাইলটিংয়ের কথা উল্ল্যে করে তিনি বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। তার পাইলটিং চলছে। ফিডব্যাকও অসাধারণ ভালো।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের এসএসসি ও এইচএসসির পর শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দেন, যা নারীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্লয়ারসহ আরও অনেকে।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *