ঢাকার দোহার উপজেলায় দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. শরীফ হাসানকে পিটিয়ে আহত করেছেন জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত ও তার দলবল।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের হাজী বাড়ির আবুল হাসানের ছেলে।
আহত সাংবাদিক শরিফ হাসান বলেন, জয়পাড়া কলেজে ছাএলীগের কয়েকটি ছেলে অন্য একটি ছেলেকে মারধর করছিল। আমি তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই এবং ওই ঘটনা আমার ফোনে ধারণের চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত আমার ফোন ছিনিয়ে নেন এবং তার নির্দেশে অর্পণ পাল, অনিক ফারহান, জিসান আহমেদ ও ঈশান আহমেদসহ আরো অনেকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদের বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর আরো বেশি মারধর করে।
এ ঘটনায় দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় পরবর্তী পদক্ষেপ নেবে দোহার প্রেসক্লাব।
এ বিষয়ে জানতে জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।