এবার নওগাঁর নিয়ামতপুরের শিবপুর মজুমদার বাড়ি বারোয়ারি দুর্গা মন্দিরে কয়েকজন ঢাক বাজাচ্ছিলেন। এক পর্যায়ে তাতে শামিল হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি কাঁধে ঢোল তুলে নিয়ে মাতিয়ে দেন মণ্ডপ। গতকাল মঙ্গলবার ছিল শারদীয় দুর্গোৎসবের নবমী। এদিন বিকেলে ওই বারোয়ারি দুর্গা মন্দিরে হাজির হন খাদ্যমন্ত্রী।
মন্ত্রীর ঢাক বাজানোয় মুগ্ধ হন দূর-দূরান্ত থেকে পূজা দেখতে আসা দর্শনার্থীরা। তাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। তার ঢাক বাজানোর তালে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। অনেকে বাদ্যের তালে তালে করতালি দিয়ে পুরো পরিবেশ আনন্দঘন করে তোলেন। স্থানীয় বাসিন্দা সতিশ চন্দ্র বলেন, ‘আমাদের সাধন দাদা যে এত সুন্দর করে ঢাক বাজাতে পারেন, তা আগে জানতাম না। কি চমৎকার লাগলো। মনে হলো যেন তিনি নিয়মিতই এমন করে ঢাক বাজান।’
অখিল চন্দ্র নামের আরেকজন বলেন, ‘সাধন দাদা মাটির মানুষ। সব কিছুই তিনি খুব মনোযোগ দিয়ে করেন। আজ দাদার ঢাক বাজানো দেখে সবাই অবাক। তিনি এত সুন্দর করে ঢাক বাজান যা অনেকেই জানতো না।’
এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। এব ছর দর্শনার্থী বেড়েছে। দূর-দূরান্ত থেকে তারা পূজা দেখতে আসছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আগে অনেক ঢাক বাজিয়েছি। অনেক দিন পর এবার একটু ঢাক বাজালাম। সব মিলে ভালোই লাগছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এ অঞ্চলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। আবহমানকাল থেকেই বাংলাদেশ অসাম্প্রতিকবন্ধনে আবদ্ধ হয়ে ধর্ম যার যার, উৎসব সবাই পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।’