Breaking News

১টি রাতের সুযোগও হাতছাড়া করলেন না তারা

জাতীয় গ্রিডের বিপর্যয়ের ফলে গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ছিল না বিদ্যুৎ। সন্ধ্যার পর সড়কবাতিও ছিল না। এমন পরিস্থিতির সুযোগ নিতে ছিনতাইকারীরা নেমে পড়ে রাস্তায়।

এ সময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।
র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে শাজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রাজন (২২), মো. বিল্লাল হোসেন (১৯), মো. হৃদয় হোসেন (১৯), মো. জসমত (১৫), মো. এনামুল হক (২২), মো. রানা (২৮), মো. সুজন (২৬), মো. শাহীন (২৬), মো. বিল্লাল হোসেন (২৫), মো. হৃদয় (১৯), মো. মোবারক হোসেন (১৯), মো. জনি (৩০), মো. আবু বক্কর সিদ্দিক (২৪), মিলন চন্দ্র মণ্ডল (৩৮), মো. সুজন (২০), মো. রিপন (৪০), মো. আমান হোসেন (২০), মো. শরিফ উদ্দিন(২১), মো. রনি (২০), মো. আরিফ হোসেন (২০), মো. ইদ্রিস (২৯), মো. নূর উদ্দিন (৫৪), মো. সোহেল (১৯) ও মো. আলামিন (৩২)।

তাদের কাছ থেকে বিষাক্ত মলম এবং কাঁচি, চাকু, ক্ষুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।
সহকারী পুলিশ সুপার ফারজানা বলেন, ‌‘এরা নিয়মিত ওইসব এলাকায় ছিনতাই করতো। গত রাতে বিদ্যুৎ না থাকায় সেই সুযোগে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *