Breaking News

সাংবাদিকরা শাকিবের বিয়ের কাবিননামাটা দেখতে চায় না কেন: ডিপজল

শাকিব-বুবলীনামা নিয়ে ব্যস্ত চলচ্চিত্রপাড়া। গত ২৭ সেপ্টেম্বর ফেসবুকে বুবলী ছবি প্রকাশ করলে দেশজুড়ে হইচই পড়ে যায়।শাকিব-বুবলীর সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে আসার পর থেকেই চলছে নানা জল্পনা, নানা প্রশ্ন। শাকিব ও বুবলী কবে বিয়ে করলেন? কোথায় করলেন? আড়াই বছর আগের ঘটনা এতোদিন ধরে কি কেউ জানতেন না সে প্রশ্নও ওঠে।

এবার শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন ঢাকাই ছবির জনপ্রিয় খলঅভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এ তারকার মতে, শাকিবের একাধিক বিয়েতে সমস্যা নেই। কিন্তু সত্যি তিনি বিয়ে করেছেন কি না তার কাবিননামা যাচাই করা উচিত। এ নিয়ে আর লোক না হাসিয়ে একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানান এই অভিনেতা।

বুবলীর সঙ্গেও নাকি শাকিবের ছাড়াছাড়ি হয়ে গেছে। এমন গুঞ্জন চলছে।সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এক পর্যায়ে এ আহ্বান জানান এই অভিনেতা।

‘কঠিন বাস্তব’ সিনেমার এই অভিনেতা বলেন, ‘ওই যে কে যেন বলল শুনলাম, এক হুজুরকে ধরল, কি নাম আমি জানি না। উনারে জিজ্ঞেস করা হলো, আপনি যে বিয়ে করেছেন সার্টিফিকেট (কাবিননামা) কই। হুজুর দেখাইতে পারল না। এরপর হুজুরকে কী করল! তো আমি বলি ওর (শাকিব) কাবিননামাটা চায় না কেন? অপু বিশ্বাস, বুবলী আর কে কে বিয়ে করেছে, সেসব কাবিননামা যোগাড় করলেই তো হয়। এসব নিয়ে মাখামাখি না করে (সুন্দর) পরিবেশটা সৃষ্টি করাটা ভালো মনে করি।’

শাকিবের উদ্দেশ্যে ডিপজল বলেন, ‘ছাড়াছাড়ির কথা আমি বলব না। যেহেতু বিয়ে করেছ, বাচ্চা হয়েছে, ওদের ধাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ কর, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। এ নিয়ে আর বাড়াবাড়ি চাই না।’

শাকিব-বুবলী প্রসঙ্গর রেস ধরেই বেশ কয়েকদিন ধরে আলোচনায় হালের চিত্রনায়িকা পূজা চেরি। প্রসঙ্গটি টানতেই ডিপজল বলেন, এ নিয়ে বলতেও লজ্জা করে। কিছু বলার নেই। তিনি মনে করেন শাকিব থিক্কারজনক কাজ করছেন। এ থেকে তার বিরত থাকা উচিত। যা তামাশা দেখছি তা ঠিক না। বাচ্চা হলে বিদায় করে দিচ্ছে। বাংলাদেশের আইন অনেক শক্ত। একটু নাড়া দিলেই সব ঠিক হয়ে যেত।

শাকিব তার কর্মকাণ্ডের সমাধান না করলে এ নায়ককে নিজের কোনো ছবিতে নেবেন না বলে জানান ডিপজল।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *