খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালীয়া মাদ্রাসার মসজিদের ভিতরে থাকা আলমারির তালা ভেঙে দানের ৭ হাজার ৭২ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের সময় বিষয়টি মুসল্লিদের নজরে আসে।
মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ জানান, ধারণা করা হচ্ছে, আসর থেকে মাগরিব- এই সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। আলমারিতে ধর্মপ্রাণ মুসল্লিদের মসজিদের উন্নয়নের জন্য দান করা সাত হাজার ৭২ টাকা রক্ষিত ছিল।
এ বিষয়ে মসজিদ কমিটির সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।