Breaking News

মসজিদের আলমারি ভেঙ্গে দানের টাকা চুরি

খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালীয়া মাদ্রাসার মসজিদের ভিতরে থাকা আলমারির তালা ভেঙে দানের ৭ হাজার ৭২ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের সময় বিষয়টি মুসল্লিদের নজরে আসে।

মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ জানান, ধারণা করা হচ্ছে, আসর থেকে মাগরিব- এই সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। আলমারিতে ধর্মপ্রাণ মুসল্লিদের মসজিদের উন্নয়নের জন্য দান করা সাত হাজার ৭২ টাকা রক্ষিত ছিল।

এ বিষয়ে মসজিদ কমিটির সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *