ভোলায় জেলা পরিষদ পুকুর পাড়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোলার নতুন বাজার এলাকায় জেলা পরিষদ পুকুর পাড়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে আসলে এ হামলার শিকার হন পুলিশ কনস্টেবল এনামুল (৩৮)।
পুলিশ জানায়, সন্ধ্যায় এনামুল তার স্ত্রীসহ ঘুরতে গেলে পাঁচ-ছয়জন বখাটে তার স্ত্রীকে ইভটিজিং করে। এ সময় প্রতিবাদ করলে বখাটেরা তাকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কনস্টেবল এনামুলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, দুর্বৃত্তদের আটক করতে অভিযান চলছে।