নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুম্মার নামাজের পূর্বে সুন্নত আদায়ের সময় স্টোক করে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মসজিদে এ ঘটনা ঘটে।
উপস্থিত মুসল্লীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ার সময় হঠাৎ করে তিনি মেঝেতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নিহত মুসল্লির নাম পরিচয় না পাওয়ায় তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। লাশটি এখনও হাসপাতাল মর্গে আছে।