Breaking News

হিজাব না পরায় প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেন না সাংবাদিক

মার্কিন নিউজ টেলিভিশন সিএনএনের প্রখ্যাত নারী সাংবাদিক ক্রিসটেইন আমানপউর হিজাব পড়ে না আসায় তাকে সাক্ষাৎকার দেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর বিবিসির।
নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারটি নিতে গেলে তার ব্যক্তিগত কর্মকর্তা ক্রিসটেইন আমানপউরকে হিজাব পড়ে আসতে বলেন। এতে তিনি অপমানিত বোধ করে চলে যান। এসময় তিনি বলেন, এর আগে ইরানের বাইরে দেশটির কোনো প্রেসিডেন্ট সাক্ষাৎকারের জন্য তাকে হিজাব পড়ে আসতে বলেননি।

এ সময় রাইসির ওই ব্যক্তিগত কর্মকর্তা সিএনএনের সাংবাদিককে হিজাব নিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন।
হিজাব না পড়ায় মাহসা আমিনি নামে এক তরুণীকে দেশটির নৈতকতা পুলিশের হেফাজতে মারা গেছে। হিজাব ইস্যুতে ইরানের ৮০টিরও বেশি শহরে দাঙায় এ পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *