মুন্সিগঞ্জ সদর উপজে’লায় পু’লিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সং’ঘ’র্ষ হয়েছে। সং’ঘ’র্ষে উভ’য় পক্ষের অনেকেই আ’হত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটার পর এই সং’ঘ’র্ষ শুরু হয়। উভ’য় পক্ষের বেশ কয়েকজন আ’হত হওয়ার পাশাপাশি ইটপাট’কেলের আ’ঘাতে দুজন সংবাদকর্মী আ’হত হয়েছেন।
পু’লিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বি’ক্ষো’ভ মিছিল নিয়ে এগোতে চাইলে পু’লিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় তারা পু’লিশকে লক্ষ্য করে ইটপাট’কেল ছোড়া শুরু করে। পু’লিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে।