Breaking News

এবার উখিয়া সীমান্তে মর্টার শেল, গোলাগুলির শব্দে আতঙ্ক

বান্দরবানের ঘুমধুম সীমান্তের পর এবার কক্সবাজারের উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে গোলাগুলির পাশাপাশি থেমে থেমে ছোড়া হয়েছে মর্টার শেল।বিষয়টি নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী  জানান, আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকার ৩ থেকে ৪ কিলোমিটার পূর্বে গুলির আওয়াজ শুনতে পান স্থানীয়রা। মঙ্গলবার দুপুর পর্যন্ত থেমে থেমে এখানে গোলাবর্ষণের ঘটনা ঘটে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তের বাসিন্দা আব্দুল আজিজ  বলেন, এতদিন ঘুমধুম সীমান্তে গোলাগুলির ঘটনার কথা আমরা শুনেছি। কিন্তু আজ আঞ্জুমানপাড়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে এপারের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *