Breaking News

ঐতিহাসিক শাহী মসজিদের দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি

বরগুনার বেতাগী উপজেলার একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিবিচিনি ঐতিহাসিক শাহী মসজিদের দানবাক্স ভেঙে প্রায় লাখ টাকা বেশি চুরি হয়েছে। সোমবার ভোররাতে শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দানবাক্সটির তালা ভেঙে নগদ টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি মসজিদের মুয়াজ্জিন নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামত উল্লাহ (রা.) ইসলাম প্রচার করার উদ্দেশ্যে দিল্লিতে আসেন। হযরত শাহ নেয়ামত উল্লাহ (রা.) ওই সময় মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দানবাক্সে টাকা পয়সা দান করে থাকেন।

মসজিদের মুয়াজ্জিন হানিফ হাওলাদার বলেন, প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের তালা খুলে থাকেন। তবে যা চুরি হয়েছে তাতে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে। বড় বাক্সটির সঙ্গে ছোট ৪টি দানবাক্স ছিল; তাও ভেঙে সব টাকা নিয়ে গেছেন।

এ ব্যাপারে বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয় মসজিদ কমিটির সভাপতি ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, মসজিদের মতো স্থানে চুরি হওয়ার বিষয়টি দুঃখজনক ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এমন ঘটনার সঠিক রহস্য উন্মোচন করা হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *