Breaking News

সম্প্রীতির বন্ধনে সবাই মিলে দুর্গোৎসব পালনের আহবান মন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সম্প্রীতির বন্ধনে সবাই মিলে দুর্গোৎসব পালন করবে এ দেশের আপামর বাঙালি। শারদীয় দুর্গোৎসব কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের সাধারণ মানুষ যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি শারদীয় দুর্গোৎসবে এ দেশের সবাই মিলে এ উৎসব পালন করবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। কোনো মহল যেন ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান মন্ত্রী।

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, পূজা উদযাপন পরিষদের সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী প্রমুখ।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *