আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশসহ ১৬টি দেশের বিখ্যাত ক্বারিরা অংশ নেবেন। এ ছাড়া দেশের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও বিভাগীয় শহরেও আন্তর্জাতিক সম্মেলন বাস্তবায়নে শাখা কমিটিগুলো তৎপর রয়েছে। আগামী সপ্তাহ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের শাখা কমিটির সাথে সংলাপে বসবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
![](https://bn.rtnews24.net/images/2022/09/zzz-26.png)