Breaking News

আ.লীগ নেতা আবদুর রহমান এলডিপিতে পদ নেবেন: কর্নেল অলি

কর্নেল (অব.) ড. অলি আহমদকে নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি।
বুধবার এক প্রেস বিবৃতিতে দলটির প্রেসিডেন্ট অলি আহমদ বলেন, এলডিপি নিজের পরিচয়ে রাজনীতি করে, অন্য কারো তাবেদারি করে না। আমেরিকায় আওয়ামী লীগ নেতারা এলডিপির সদস্য পদ নিতে হুমড়ি খেয়ে পড়েছে। আশা করি, আবদুর রহমানও সদস্য পদ নেবেন। বিগত ১২-১৩ বছর অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে এলডিপির কোনো কথাবার্তা বা সৌজন্য সাক্ষাতও হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, এলডিপি নির্বাচন কমিশন কর্তৃক ১নং নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ বীরবিক্রম একজন সৎ, নীতিবান, দেশপ্রেমিক, বিবেকবান প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। এমন একজন বীর মুক্তিযোদ্ধার ব্যাপারে আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে আবদুর রহমান নিয়মিত মিথ্যাচার, ভিত্তিহীন, বানোয়াট তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *