বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে যান। এ সময় মন্ত্রীর সাথে তার স্ত্রীও ছিলেন।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছিলেন। এসময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তার ইকো ও ইসিজি করা হয়। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে যান।
এর আগে, গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চারদিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মোমেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল করা হয়। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।