Breaking News

সারের দাম বাড়ায় সরকারি কর্মকর্তাকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধলেন কৃষকরা

এবার সারের দাম বেড়েছে অনেক। সঙ্গে বেড়েছে সেইসব কৃষকের ক্ষোভ, যাদের এই সার সবচেয়ে বেশি প্রয়োজন। শেষে ক্ষোভ মেটাতে কিনা সরকারি কর্মকর্তাকেই খুঁটির সঙ্গে বাঁধলেন কৃষকরা! মূলত সারের মজুদ এবং ‘কালো বাজারির’ কারণে ক্ষুব্ধ কৃষকরা ওই কর্মকর্তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। আজ মঙ্গলবার ৩০ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, সারের মজুদ ও ‘কালো বাজারির’ কারণে ক্ষুব্ধ কৃষকরা বিহারের মতিহারিতে একজন সরকারি কর্মকর্তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছেন বলে খবর পাওয়া গেছে। ভুক্তভোগী ওই কর্মকর্তার নাম নিতিন কুমার। তিনি বিহারের কৃষি বিভাগের একজন উপদেষ্টা এবং ‘কিষান সালাহকার’ হিসাবে কাজ করেন।

এদিকে নিতিন কুমারকে খুঁটির সাথে বেঁধে রাখার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ভুক্তভোগী ওই সরকারি কর্মকর্তাকে ফোনে কারও কাছে নিজের দুর্দশার কথা বর্ণনা করতে দেখা যায়। এনডিটিভি বলছে, কৃষকদের দাবি যে, তারা পর্যাপ্ত পরিমাণে সার পাচ্ছেন না এবং যে পরিমাণে পাওয়া যায় তার জন্য অনেক বেশি মূল্য দিতে হচ্ছে।

আর এর প্রতিবাদে সরকারি ওই কর্মকর্তার সঙ্গে করা তাদের আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের উপদেষ্টা নিতিন কুমার সার বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে দাম বাড়াচ্ছেন। তারা বলছেন, এক বস্তা ইউরিয়া ২৬৫ রুপিতে বিক্রি করে সরকার। কিন্তু সেই একই পরিমাণ সার স্থানীয় দোকানদাররা ৫০০ থেকে ৬০০ রুপিতে বিক্রি করে।

অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিতিন কুমারকে বেঁধে রাখার ভিডিওটি প্রকাশের সাথে সাথে স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভিডিও ভাইরালের পর এলাকার সার্কেল অফিসার ঘটনাস্থলে গিয়ে নিতিনকে ছেড়ে দিতে কৃষকদের রাজি করান এবং সরকারি মূল্যে সার হাতে পাওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।

Check Also

শাকিব খান বুবলীর প্রথম স্বামী নন!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *