বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ ঘাটতির কারণে সরকার ভারতের কাছ থেকে জ্বালানি তেল কেনার কথা ভাবছে। এ বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, ‘জ্বালানি ইস্যুতে ভারত ভালো অবস্থানে আছে। সুতরাং, তাদের উদ্বৃত্ত থাকলে আমরা তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার চেষ্টা করব।’
‘তবে এটা নির্ভর করবে তাদের কতটা উদ্বৃত্ত আছে তার ওপর। তাদের নিজস্ব চাহিদা ও সরবরাহের বিষয় আছে,’ বলেন তিনি।
আগামী ৫-৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রসচিব।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। ভারত অবশ্য এর মধ্যেই রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে পেরেছে।
এদিকে, বাংলাদেশও রাশিয়ার কাছ থেকে তেল কেনার চেষ্টা করেছে। কিন্তু রাশিয়ার তেল শোধনের সঠিক প্রযুক্তি নেই বাংলাদেশের।
ভারত সরকার জ্বালানি তেলের বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি হবে বলে জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।