নরসিংদীতে বিএনপির সমাবেশ পুলিশসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও শতাধিক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আটজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে পুলিশ সদস্য রয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৮ আগস্ট) দুপুরে জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর এলাকায় বিএনপি আয়োজিত সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানান, কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী এ দিন প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ অতর্কিত হামলা চালানো হয়।
স্থানীয় বিএনপির সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, বিএনপির মিছিলে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামালা চালায়। এতে তাদের ২৭ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৩৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চোখে গুলিবিদ্ধ হওয়া বিএনপির সমর্থককে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের কিশোরগঞ্জ, ভাগলপুর, শিবপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত আরও আসছে…