Breaking News

লে. কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আলীগ নেতার আরেক মামলা

দেশ ও নিরাপত্তাবাহিনী নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর সাবেক লেফটেনেন্ট কর্নেল ও র‍্যাব-৭ এর অধিনায়ক হাসিনুর রহমানের মানিকগঞ্জের দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস কদ্দুস।

মামলা বিবরণে জানা গেছে, হাসিনুর রহমান গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে ‘লাইফ বিডি ২৪’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘বাংলাদেশ টক শো’ নামে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সম্পর্কে কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক ও মিথ্যা বক্তব্য দিয়ে জনমনে ভ্রান্ত ধারণা ও ভীতি প্রদর্শন করেন। তিনি সেনাবাহিনীতে থাকাকালে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বিবরণে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর আইনে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি পেয়েছিলেন। পরে তিনি নিজের অপকর্ম গোপন রাখার জন্য অনলাইনে বিদেশে পলাতক ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিরুদ্ধে জাতীয় বিষোদগার ও কটূক্তিমূলক মন্তব্য করে আসছেন। তাদের অপপ্রচারে সাধারণ জনগণকে ভুল পথে পরিচালিত করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

দৌলতপুর থানার ওসি মো. জাকারিয়া হোসেন জানান, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাবিবুর রহমানের ছেলে সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমান বর্তমানে মিরপুর রোড ১২-তে (ডিওএইচএস) বসবাস করেন। শুক্রবার সকালে দৌলতপুর থানায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এর আগে, বুধবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন ওই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *