Breaking News

সাবেক অতিরিক্ত আইজিপির বাসায় চুরি

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

মোজাম্মেল হকের স্ত্রী মিতালী হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
মিতালী হোসেন বলেন, ‘ডুপ্লেক্স বাসায় আমরা স্বামী-স্ত্রী নীচতলায় থাকি। ছেলে-মেয়েরা উপরের রুমে থাকে। গতরাতে তারা ছিল না। আমার মেয়ে যে রুমে থাকে সেই রুম থেকে গতরাতে প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

তিনি বলেন, ‘রুম বন্ধ ছিল। আজ সকালে খুলে দেখা যায় জানালার গ্রিল কাটা। রুমের আলমারির তালা ভাঙা অবস্থায় ছিল।’

রমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখছি। এখনো ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *