Breaking News

আমার কেন যেন মনে হয় আমি বেশিদিন নেই: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, একাত্তরের ঘণ্টা নারায়ণগঞ্জ থেকে বেজেছে। ঊনসত্তরের ঘণ্টা বেজেছে। ছাত্রলীগ-বঙ্গবন্ধুর ঘণ্টাও নারায়ণগঞ্জ থেকে বেজেছে। প্রয়োজনে আবারও নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজানো হবে।

সোমবার (২২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মিসভায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ‘জাতির পিতার কন্যার বক্তব্যের পর আমার তিনদিন ঘুম হয়নি। যখন শেখ হাসিনা বলেছেন, আমি জানি আমার বাবার লাশ দুই দিন পড়েছিল। রিলিফের কাপড় দিয়ে আমার বাবাকে কবর দেওয়া হয়েছিল। আমি জানি আমি মরে গেলেও কিছু হবে না। আমি এই কথা নিতে পারিনি। কারণ আমি তাকে ভালোবাসি। তার মতো আল্লাহওয়ালা দেশপ্রেমিক মানুষ কম দেখেছি।’

তিনি আরও বলেন, ‘নেত্রী বলেছিল যখনই হতাশ হবা রাসুলের (সা.) জীবনী পড়বা। গভীর রাত পর্যন্ত তিনি মানুষের জন্য কাজ করেন। আর তিনি মরে গেলে কিছু হবে না? আপনি (শেখ হাসিনা) যেভাবে মানুষকে ছাদ দিয়েছেন খাবার দিয়েছেন, তাদের হাত আল্লাহ কবুল করবে। তারা (প্রতিপক্ষ) ষড়যন্ত্র করবে কিন্তু পারবে না। শয়তান আল্লাহর সঙ্গে জেতে না।’

নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে বেঁচে থাকি আর না থাকি ক্ষমতায় শেখ হাসিনাই থাকবে। চ্যালেঞ্জ করে বললাম। নামতে দেন। লগি-বৈঠা দেখেছেন। আরও অনেক কিছু দেখবেন। জনগণের ভোটে ক্ষমতায় আসেন, কোনো আপত্তি নেই। পেছনের দরজা দিয়ে আসতে যদি চেষ্টা করেন, পারবেন না। আমাদের প্রস্তুত থাকতে হবে। এ যুদ্ধ হবে দেশ বাঁচানোর যুদ্ধ।’

এ সময় উপস্থিত সবার কাছে ক্ষমাও চান শামীম ওসমান। তিনি বলেন, ‘আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার কেন যেন মনে হয় আমি বেশিদিন নেই। মনের মধ্যে ঢুকে গেছে এটা। তাই আপনাদের সবার কাছে ক্ষমা চাই।’

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *