Breaking News

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নিহত

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নিহত হয়েছেন। তার নাম ফখরুল ইসলাম। শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে নয়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে। তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে যান। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ওয়ারীতে নিজ ফ্ল্যাটে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ। তিনি বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফখরুল। এ সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Check Also

৩ দিনে ৭৮৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *