Breaking News

ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ১০

চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষক ও বহুমুখী সংকট নিরসনের দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে হামলায় অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে।
আজ শনিবার (১৩ আগস্ট) স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষক, ভবনসহ বিভিন্ন সংকট নিরসনের দাবি জানিয়ে কলেজ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করছিলো। এসময় কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে চাইলে তাতে বাধা দেন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য শিমুল সদ্দার।
এক পর্যায়ে কলেজ গেটে চলমান মানববন্ধনে ছাত্রলীগ নেতা শিমুলের নেতৃত্বে আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম ও রয়েল দেবনাথ অতর্কিতভাবে হামলা চালায়। এলোপাতাড়ি মারধর শুরু করেন মানববন্ধনে থাকা ছাত্র-ছাত্রীদের ওপর। এসময় বেশ কয়েকজনের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।

হামলা গুরুতর আহত হয়েছেন ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, সদস্য সাজ্জাদ, ইয়াছিন, অমিত, রাশেদ। এসময় হামলাকারীদের আর মারধর না করার অনুরোধ জানাতে গেলে দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফু ও উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারুও মারধরের শিকার হন।

কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী বলেন, কলেজের উন্নয়নে ন্যায্য দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছিলাম। এসময় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এ নিন্দনীয় হামলা চালায়। এতে আমিসহ ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছে। অনেকের মোবাইল ছিনতাই করে নেয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও দায়ীদের বিরুদ্ধে আইনগত বিচার প্রার্থনা করছি।
বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক সাম্প্রতিক দেশকালকে বলেন, সকালে কলেজের সামনে বহিরাগত কিছু লোক মানববন্ধন করলে কলেজের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বহিরাগতদের সাথে কথা কাটাকাটির জেরে মারামারি শুরু হয়। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত তারেক সাম্প্রতিক দেশকালকে বলেন, কলেজে সামনে কিছু বহিরাগত লোকজন মানববন্ধন করলে তাতে কলেজের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়া শিমুল সদ্দার নামে যে ছাত্রলীগ নেতা নামে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শিমুল ভাই মারামারি থামাতে গিয়ে উল্টো গুরুতর আহত হয়েছেন বলেন জানান এ ছাত্রলীগ নেতা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *